নাতির জন্য ওষুধ কিনে ফেরার পথে বৃদ্ধা নিহত


প্রকাশিত: ১১:৪০ এএম, ০২ এপ্রিল ২০১৭

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় এছাতন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় রূপক নামে তার এক নাতিও গুরুতর আহত হয়েছে।

রোববার বিকেল পৌনে ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত এছাতন বেওয়া উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া মধ্যপাড়া গ্রামের আজাহার আলী আকন্দের স্ত্রী ও অনলাইন নিউজ পোর্টাল সিরাজগঞ্জ কণ্ঠের উল্লাপাড়া প্রতিনিধি রায়হান আলীর দাদী।

স্থানীয় সাংবাদিক তামিম তূর্য্য জানান, অসুস্থ নাতি রূপকের ওষুধ কেনার জন্য রোববার বিকেলে পূর্ব দেলুয়া থেকে উল্লাপাড়া বাজারের আসেন বৃদ্ধা এছাতন বেওয়া।

বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে পূর্ব দেলুয়ায় রাস্তা পারাপারের সময় পাবনাগামী সি লাইন (ঢাকা মেট্রো-১৪৭৭৭৬) যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই বৃদ্ধা এছাতন বেওয়া মারা যান। গুরুতর আহত হয় তার নাতি রূপক। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উল্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।