লক্ষ্মীপুরে জামায়াতের ১৫ নেতা আটক
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুর উদ্দিনসহ জামায়াতের ১৫ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মার্কাজ মসজিদের পেছনে উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি টিনসেট বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে শিবির নেতাও রয়েছেন। তাৎক্ষণিক সবার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তাদের বাড়ি জেলার বিভিন্ন স্থানে।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সকালে জেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের প্রায় ৩৫-৪০ জন নেতাকর্মী ওই ঘরে বৈঠক করছিল।
খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় জামায়াতের উপজেলা আমির মাওলানা নুর উদ্দিন, কামলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুর কবিরসহ ১৫ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল, বেশ কিছু লিফলেট ও বই জব্দ করা হয়।
এএম/জেআইএম