ভৈরবে পরিবহন ব্যবসায়ী খুন
ভৈরবে পুলতাকান্দা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে জামাল (৩৮) নামে এক পরিবহন ব্যবসায়ী খুন হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় রফিক নামের এক যুবককে স্থানীয় জনগণ আটক করে ভৈরব থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
এদের দুইজনের বাড়িই পৌর এলাকার চণ্ডিবর গ্রামে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভৈরব পুলতাকান্দা এলাকার মুদি ব্যবসায়ী রফিক মিয়ার সঙ্গে তার মামার দেনা পাওনা নিয়ে ঝগড়া লাগে। এসময় জামাল ঝগড়া থামাতে গেলে রফিক তার হাতে থাকা ছোরা দিয়ে জামালের পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই জামাল নিহত হয়।
এ ব্যাপারে ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বদরুল আলম তালুকদার জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ খুন হয়। ঘটনার পর খুনি রফিককে গ্রেফতার করা হয়েছে।
এসএস/এমএএস/আরআইপি