পটুয়াখালীতে রিকশাচালকদের বিক্ষোভ


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৭

পটুয়াখালী শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা রিকশাচালক শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান রিকশা চালকরা।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা রিকশাশ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হাফিজুর রহমান, সভাপতি মো. রাসেল ও সাধারণ সম্পাদক জামাল সরদার।

বক্তরা বলেন, চালকদের সময় না দিয়ে হঠাৎ করে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত অমানবিক। এতে লোন দিয়ে যারা ব্যাটারিচালিত রিকশা করেছেন তাদের পথে বসতে হবে। ব্যাটারির মেয়াদ অনুযায়ী একবছর  এসব রিকশা চলাচলের সুযোগ প্রদানের দাবি জানান তারা।

পরে জেলা প্রশাসক না থাকায় তার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তবিবুর রহমান তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন। অনুরূপ স্মারকলিপি দেয়া হয় পুলিশ সুপার ও পৌর মেয়র বরাবরেও।

গত ১০ এপ্রিল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় শহরে দুর্ঘটনারোধে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

ব্যাটারি খুলে ফেলে প্যাডেলচালিত রিকশা চলাচল করতে পারবে বলে জানানো হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে গতকাল বুধবার রাতে শহরে প্রশাসনের উদ্যোগে ২৪ ঘণ্টার সময় দিয়ে মাইকিং করা হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ও সময় বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করে জেলা রিকশাচালক শ্রমিক ইউনিয়ন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।