কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির নির্বাচন দাবি
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের স্থগিত হয়ে যাওয়া নির্বাচন শেষ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবহন মালিকরা। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি হেলাল উদ্দিন মানিক স্বাক্ষরিত লিখিত বক্তব্য পড়ে শোনান, পরিবহন নেতা এ টি এম মোস্তফা।
এতে অভিযোগ করা হয়, ২০১৫ সালে সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর, ট্রাক্টর মালিকদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আদালতে মামলা করলে স্থগিত হয়ে যায় নির্বাচন কার্যক্রম। পরবর্তীতে চলতি বছরের মার্চ মাসে মামলাটি খারিজ করে নির্বাচন অনুিষ্ঠত করতে আদেশ দেন হাইকোর্ট।
সংবাদ সম্মেলনে পরিবহন মালিকরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন না দিয়ে নিজেরা লাভবান হওয়ার জন্য মালিক সমিতিকে কুক্ষিগত করে ভোগদখল করে আসছে।
কিন্তু হাইকোর্টের আদেশ পাওয়ার পরও তত্ত্বাবধায়ক কমিটি নির্বাচন না দিয়ে তালবাহানা করছে। এতে ব্যাহত হচ্ছে পরিবহন সমিতির সার্বিক কার্যক্রম।
এ সময় পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, পরিবহন নেতা হাজি নিজাম উদ্দিন, শেখ ফরিদ আহমেদ, অসীম সরকার বাধনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ/এএম/জেআইএম