পটুয়াখালী শহরে ১৪৪ ধারা
পটুয়াখালী শহরে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মীসভার আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শহরের সার্কিট হাউজ ও এর আশপাশের এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জারিকৃত এ ১৪৪ ধারা বলবত থাকবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া জাগো নিউজকে জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করতে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ জেলা পর্যায়ে সফর করবেন বলেই শহরের শের-ই বাংলা পাঠাগারে প্রতিনিধি সভা আহ্বান করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধূরী এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ নেতৃবৃন্দের সভায় যোগ দেয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পাঠাগারসহ সমগ্র জেলা শহর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জাগো নিউজকে বলেন, বিএনপির দু’গ্রুপ একই স্থানে সভা-সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকাল ৯টায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি সভা হওয়ার কথা ছিল।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস