নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে লঞ্চ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে দুদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের ছোট লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।
মেঘলা আকাশের পাশাপাশি পটুয়াখালীর বিভিন্ন এলাকায় থেমে থেমে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। এতে জেলার বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া পটুয়াখালী নদী বন্দরে ২ নম্বর সংকেত রয়েছে।
পটুয়াখালী আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ হাওলাদার জাগো নিউজকে বলেন, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এমন বৈরী অবস্থা থাকবে। কুয়াকাটা, আলীপুর-মহিপুর এলাকার মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/আরআইপি