গাইবান্ধায় গণপূর্ত অফিসে ঠিকাদারদের তালা


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

গাইবান্ধায় গণপূর্ত বিভাগের ঠিকাদাররা বকেয়া পাওনার দাবীতে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালা লাগিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন। বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তারা ওই কর্মসূচী পালন করেন।

ধর্মঘট চলাকালে বক্তারা বলেন ২০০২-০৩ অর্থবছর থেকে ২০১১-১২ অর্থবছর পর্যন্ত গণপূর্ত বিভাগের কাছে ৫০ জন ঠিকাদারের ২ কোটি ৩০ লাখ টাকা বকেয়া রয়েছে। তার মধ্যে সম্প্রতি ৭০ লাখ টাকা বরাদ্দ মঞ্জুর করা হয়। কিন্তু ওই বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে সকল ঠিকাদারকে বঞ্চিত করে একজন ঠিকাদারকে বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা আরও বলেন, এতে সমস্ত ঠিকাদার বঞ্চিত হয়ে পথে বসার উপক্রম হয়েছে। প্রতিকারের দাবীতে গাইবান্ধা গণপূর্ত বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতি অফিসে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা গণপূর্ত বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক সারোয়ার হোসেন শাহীন, যুগ্ম আহ্বায়ক লিটন আখতার, নেসার আহমেদ সুফি, রুহুল আহম্মেদ, একরাম হোসেন প্রমুখ।

এ বিষয়ে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা বলেন, টাকা বরাদ্দের বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষের বিষয়। এখানে তার করার কিছু নেই।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।