পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

পটুয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি আনোয়ার খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাঠা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ার সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাঠা গ্রামের মৃত জবেদ আলী খন্দকারের ছেলে।

পটুয়াখালী সদর থানা পুলিশের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, আনোয়ারকে ধরতে দীর্ঘদিন পুলিশ বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। সর্বশেষ আজ বিকেলে তাকে গ্রেফতার করা হয়। তার নামে পটুয়াখালীর আলোচিত শাহ্ জামাল গাজী হত্যা মামলা ও ২টি ডাকাতি মামলা রয়েছে। 

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।