সোলার প্যানেল উধাও, পড়ে আছে খাম্বা
পটুয়াখালীর রাঙ্গাবালীর খাদ্যগুদামের প্রধান ফটকের সামনে স্থাপন করা সরকারি সোলার প্যানেল উধাও হয়ে গেছে। অস্তিত্ব হিসেবে পড়ে আছে ভাঙাচোরা একটি পিলার-খাম্বা। কিছুই নেই সোলার প্যানেলের, না আছে ব্যাটারি না আছে বাতি।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সোলার প্যানেল স্থাপন প্রকল্পের আওতায় ২০১৬ সালে বিদ্যুৎ সুবিধাবিহীন উপজেলা খাদ্যগুদামের প্রধান ফটকের সামনে একটি সোলার প্যানেল স্থাপন করা হয়।
স্থাপনের তিন মাস যেতে না যেতেই খাদ্যগুদাম থেকে চাল বোঝাই একটি উল্কা প্রধান ফটক দিয়ে রাস্তায় ওঠার সময় ধাক্কা লেগে সোলার প্যানেলের খাম্বাটি ভেঙে যায়। এরপর কিছু দিন সেখানে পড়ে থাকলেও এখন আর তার কোনো হদিস নেই।
স্থানীয় ব্যবসায়ী হান্নান হোসেন বলেন, বছরখানেক আগে সোলার প্যানেল স্থাপন করলেও তিন মাসের মাথায় উল্কার ধাক্কায় ভেঙে যায়। এরপর থেকেই ওখানে সোলার প্যানেলের কোনো মালামাল দেখিনি। শুধু খাম্বাটি পড়ে আছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা খাদ্যগুদাম এলাকার বাসিন্দা মোফাজ্জেল বলেন, গুদামের সামনে একটি সোলার প্যানেল স্থাপন করা ছিল। কিন্তু এখন আর সেখানে কোনো অস্তিত্ব নেই। দেশ মাতার কাছে দাবি দ্রুত আমাদের বিদ্যুৎ দিন। নয় তো সোলারের ব্যবস্থা করে দিন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন কুমার ঘোষ বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস