রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড়ে ৩২ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:২২ পিএম, ২৪ এপ্রিল ২০১৭

কালবৈশাখী ঝড়ের আঘাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ৩০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বিকেলে এ ঘূর্ণিঝড় আঘাত হানে।

এতে চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় ঘরের নিচে চাপা পড়ে গৃহবধূ খাদিজা বেগম (২৫) ও বনি আমিন (৩০) নামের দুইজন গুরুতর আহত হন। একইসময় পার্শ্ববর্তী নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই ইউনিয়নের চরআন্ডা এলাকায় বিকেল সাড়ে ৩টায় হঠাৎ বৈশাখী ঝড় শুরু হয়। ঝড়টি মাত্র ৫-৭ মিনিট স্থায়ী ছিল।

এর মধ্যে ৭টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২৫টি ঘর। এ সময় ঘরের নিচে চাপা পড়ে হাফেজ মৃধার স্ত্রী খাদিজা বেগম ও ইসমাঈল জোমাদ্দারের ছেলে বনি আমিন গুরুতর আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

একই সময়ে পার্শ্ববর্তী সোনারচরে মাছ ধরার এমভি সুলতান-গনি নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রলারে থাকা সকল জেলেকে উদ্ধার করা হয়েছে।

চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মনির প্যাদা বলেন, অল্প সময়ের ঝড়ে এই চরের অনেক ক্ষতি হয়েছে। স্থানীয় বনি আমিন ও নান্নু মিয়াসহ সাতজনের ঘর পুরোপুরি ভেঙে গেছে।

এদের মধ্যে কারও কারও ঘর উড়িয়ে নিয়ে গেছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২৫-৩০টি ঘর। ওই সময় ঘরের নিচে চাপা পড়ে দুইজন গুরুতর আহত হয়। একইসময়ে একটি মাছ ধরার ট্রলারও ডুবেছে।

চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মিয়া বলেন, হঠাৎ ঝড়ে চরআন্ডা এলাকার অসংখ্য ঘরবাড়ি ক্ষতি হয়েছে। দুইজন আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।