বাউফলে চার যুবককে জেল-জরিমানা
পটুয়াখালীর বাউফলে গাঁজা সেবন ও ইয়াবা বিক্রির অপরাধে চার যুবককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে তাদের দণ্ডাদেশ দেয়া হয়।
বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সূর্যমনি গ্রামের মহিউদ্দিন (২০), আল-আমিন (২০) ও নাজমুলকে (২২) গাঁজা সেবনের অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া মাধবপুর গ্রামের মাদক ব্যবসায়ী ফারুক খানকে (৪০) ইয়াবাসহ আটক করা হয়। তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরআইপি