প্রতারণা ও অপহরণ অভিযোগে গ্রেফতার ৮


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

বগুড়ায় ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় ও অপহরণের সঙ্গে জড়িত ৩ নারীসহ ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে কর্মরত এক সৈনিকের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ার আনসার আলী তরফদারের ছেলে শহীদ রহমান তরফদার (৩০), আজিজুল হকের ছেলে ফিরোজ বাবু মিশু (৩২) ও তার স্ত্রী দুলালী খানম (৩০), মনতাজ মোল্লার ছেলে খোকন মোল্লা (২৪), শাজাহানপুর উপজেলার ফুলদীঘি উত্তর পাড়ার রফিকুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন রনি (৩০), শহরের কলোনী এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে নিশান রহমান(২৭), হাকিরমোড় এলাকার মিজানুর রহমান রুবেলের স্ত্রী শাপলা বেগম (২৫) ও নারায়ণগঞ্জ সদর উপজেলার সোমপুর গ্রামের করম আলী মলি­কের মেয়ে নাসরিন আক্তার মুন্নি (২০)।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেহ ব্যবসার নামে ফাঁদ পেতে প্রতারণা ও অপহরণের সঙ্গে যুক্ত ছিলেন। গত ১৭ এপ্রিল তারা শহরের কলোনী এলাকা থেকে জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে কর্মরত সৈনিক রফিকুল ইসলামকে তুলে নিয়ে যান। পরে তার পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেন। পরে তিনি বিষয়টি বগুড়া র‌্যাব ক্যাম্পে অবহিত করলে গত বুধবার রাতে অভিযান চালিয়ে ওই ৮ জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।