হাওর পরিদর্শনে আ.লীগের প্রতিনিধি দল


প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৭

কিশোরগঞ্জে আগাম বন্যায় বোরো ধান তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি বুধবার জেলার ইটনা ও মিঠামইনের বিভিন্ন হাওর পরিদর্শন করেন। এ সময় তারা হাওরে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।

এ সময় জেলার ইটনা উপজেলার এলংজুরি ও মিঠামইনের ঢাকী ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন আওয়ামী লীগের প্রতিনিধি দল।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিনিধি দলের প্রধান মহিবুল হাসান চৌধুরী নওফেল বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে মিথ্যা কথার বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করে বলেন, পরমাণু গবেষণা কেন্দ্রের পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, হাওরের পানিতে পারমাণবিক উপাদান নেই। অথচ তারা এ নিয়ে মিথ্যাচার করছেন।

বিএনপিকে মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি না করে ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যাচার  ও বিভ্রান্তির রাজনীতি।

প্রতিনিধি দলের অন্য দুই সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও রেমন আর এসসহ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, যুগ্ম সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, নারী নেত্রী বিলকিস বেগম, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর বৈষ্ণব প্রমুখ উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।