পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাবনা শহরের শিবরামপুর মুজাহিদ ক্লাব এলাকায় ফারুক করিম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফারুক পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার নবাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত সকালে হাঁটতে বেরিয়েছিলেন ফারুক। সকাল সাড়ে ৬টার দিকে তিনি শহরের ব্যস্ততম মোজাহিদ ক্লাবের কাছে পৌঁছলে ২ থেকে ৩ জনের একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে পুলিশ হত্যার কারণ উদঘাটনে কাজ করছে।
একে জামান/এফএ/পিআর