বিনা টিকিটে রেলভ্রমণ : ভৈরবে সোয়া লাখ টাকা জরিমানা আদায়


প্রকাশিত: ১২:২০ পিএম, ২৯ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

বিনা টিকিটে রেলভ্রমণের অপরাধে কিশোগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ৫২১ জন যাত্রীর কাছ থেকে এক লাখ ৩১ হাজার ৪২০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রেলওয়ে পূর্বাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার সরদার শাহদাৎ আলী। এ সময় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল সাহা জানান, বিনা টিকিটে রেলভ্রমণ দণ্ডনীয় অপরাধ। প্রায়ই এই স্টেশনে ভ্রাম্যমাণ আদালতে যাত্রীদেরকে সচেতন করতে জরিমানা করা হয়। ভবিষ্যতেও ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিকে ভ্রমণকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।