‘জনগণের সরকার না থাকায় জঙ্গিবাদ বৃদ্ধি পেয়েছে’


প্রকাশিত: ০২:২২ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের সরকার না হলে সরকার দুর্বল হয়। আর তখনই জঙ্গিবাদ বৃদ্ধি পায়। এই সরকারের আমলেও তাই হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জঙ্গিবাদের কোনো সুযোগ থাকবে না।

শনিবার দুপুরে পাবনা জেলা মহিলা দলের উদ্যোগে শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে দেশে জঙ্গি হামলার আশঙ্কা কমে যাবে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য শুনে মনে হয়, জঙ্গিবাদ সর্ম্পকে তার ভালো ধারণা আছে। কিসে কমবে কিসে কমবে না এটা তিনিই জানেন।

হাওরের দুর্গত এলাকা নিয়ে তিনি বলেন, হাওরের দুর্গত এলাকায় তো বিএনপি মহাসচিব গেছেন, মানুষকে সহায়তা করেছেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো যাননি।

কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

পাবনা জেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা করিম বিনুর সভাপতিত্বে কর্মশালায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, কেন্দ্রীয় বিএনপির সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীম আরা মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।

একে জামান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।