রূপপুর প্রকল্পের কাজে বাধা দেয়ায় যুবলীগ কর্মীসহ আটক ৪


প্রকাশিত: ১১:৪৮ এএম, ৩০ এপ্রিল ২০১৭

রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের মাটি ভরাট কাজে বাধা প্রদানের ঘটনার প্রেক্ষিতে পাকশীর যুবলীগ কর্মী রকি বিশ্বাসকে রোববার ভোরে নিজ বাড়ি থেকে আটক করেছে যৌথ বাহিনী।

এসময় তার বাবা আওয়ামী লীগ নেতা ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসকেও আটক করা হয়।

এসময় পুলিশ তাদের বাড়ি থেকে পিস্তলের ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় আটকের ১০ ঘণ্টা পর বিকেল ৪টায় পাবনা থেকে এনামুল হক বিশ্বাসকে ছেড়ে দেয়া হয়।

৫ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক। গ্রেফতারকৃতদের মধ্যে র‌্যাব, পুলিশ, ডিবি’র সদস্যরা ভোরে রূপপুর গ্রামে উপস্থিত হয়ে এনাম বিশ্বাসের বাড়ি ঘেরাও করে। এর কিছুক্ষণ পর ঈশ্বরদী শহরের কলেজ রোড থেকে পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লবের বাড়িতে যৌথ বাহিনী হানা দেয়। এসময় তাকে না পেয়ে সিঙ্গাপুর থেকে ছুটিতে আসা তার ভাই মিজানুর রহমান স্বপন ও আনোয়ার হোসেন লিটন এবং অপর ভাই দোকান ব্যবসায়ী ফারুক আহমেদ জীবনকে আটক করা হয়।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুত প্রকল্পে মাটি ভরাটকরণ কাজে যুবলীগ কর্মীরা গত দুই মাস যাবৎ ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল। এ ব্যাপারে ৪টি সাধারণ ডায়েরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (টিসিইএল) কর্তৃপক্ষ।

ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, পাকশী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনামুল হক বিশ্বাসের বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রের গুলিসহ তার ছেলেকে গ্রেফতার করায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে র‌্যাবের হেফাজতে রাখা হয়।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।