স্বামীর বিরুদ্ধে কন্যা শিশুকে হত্যার অভিযোগ স্ত্রীর


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৭

পাবনার চাটমোহরে আছিয়া খাতুন নামে ছয় মাস বয়সী এক মেয়ে শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এমনই অভিযোগ করেছেন শিশুটির মা শিরিন আক্তার।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা হযরত আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। হযরত ওই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।

শিশুটির মা শিরিন আক্তার অভিযোগ করে বলেন, ভোরে আমার সুস্থ মেয়েকে ঘরে রেখে ধান সিদ্ধ করা জন্য উঠানে যাই। কিছুক্ষণ পর ঘরে গিয়ে দেখি আমার মেয়ের (আছিয়া) নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং মৃত অবস্থায় পড়ে আছে। এসময় আমার স্বামী তার পাশে শুয়ে ছিল। আছিয়াকে তার স্বামী (হযরত আলী) হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানান, পেশায় কৃষক হযরত আলীর চতুর্থ স্ত্রী শিরিন আক্তার। এর আগে হযরতের প্রথম স্ত্রী মারা যান এবং পরের দু’জনকে তালাক দিয়ে শিরিন আক্তারকে বিয়ে করে তিনি। সবপক্ষ মিলিয়ে এক ছেলে ও আছিয়াসহ তিন কন্যা সন্তানের জনক হযরত আলী। আগের পক্ষের দুটি মেয়ে ও শিরিন আক্তারের আবারও কন্যা সন্তান (আছিয়া) ভূমিষ্ট হওয়ার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ লেগে থাকতো।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে চাটমোহর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে বাবা হযরত আলীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

আকতার/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।