শিশু অপহরণ ও হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৩ মে ২০১৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্র সাকিবুল হাসান টুটুলকে অপহরণের পর হত্যা মামলায় চার অাসামির ফাঁসির অাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের বিচারক মো. অাউলাদ হোসেন ভূইয়া অাজ বুধবার দুপুরে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত অাসামিরা হলেন, দুলাল মিয়া, সোহাগ, অামিনুল ও ডালিম। তাদের বাড়ি পাকুন্দিয়া উপজেলার চর কাওনা গ্রামে। রায় ঘোষণার সময় অাসামিরা অাদালতে উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম এ অাফজাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১২ অাগস্ট পাকুন্দিয়া উপজেলার চরকাওনা অাব্দুল অাউয়াল মেমোরিয়াল কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ও চরকাওনা নয়াপাড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে সাকিবুল হাসান টুটুল স্কুল থেকে রহস্যজনভোবে নিখোঁজ হয়। পরে অাসামিরা টুটুলকে অপহরণ করা হয়েছে বলে জানিয়ে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু দাবিকৃত টাকা না পেয়ে শিশুটিকে নৃশংসভাবে হত্যা করা হয়।

ঘটনার দুইদিন পর ১৪ অাগস্ট বাড়ির পাশের একটি জঙ্গল থেকে স্কুলছাত্র টুটুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৪ অাগস্ট চার জনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাড. এম এ অাফজল এবং অাসামি পক্ষে অ্যাড. ফজলুল কবীর, এম এ রশীদ ও অশোক সরকার মামলা পরিচালনা করেন।

নূর মোহাম্মদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।