মায়ের চোখের সামনে পিষ্ট হলো মেয়ে


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৯ মে ২০১৭

দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেয়ে মাইষা আক্তারের (৬) নির্মম মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটেছে।

নিহত মাইষা আক্তার উপজেলার বেতদিঘী গ্রামের আলম চৌধুরীর মেয়ে ও বেতদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, মাইষা আক্তার মায়ের হাত ধরে দিনাজপুর-গবিন্দগঞ্জ-ঢাকা মহাসড়ক পার হচ্ছিল। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্র-ট-১৮-০৩২৬) একটি ট্রাক মাইষা আক্তারকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অক্ষত থাকে তার মা পিয়ারা বেগম।

মাইষা আক্তারের পরিবারের সদস্যরা বলেন, গত দু’দিন আগে মাইষা আক্তার তার মা পিয়ারা বেগমের সঙ্গে তার খালার বাড়ি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে বেড়াতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হয়।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।