ছাগল পেয়ে কোলে তুলে নিলেন তারা


প্রকাশিত: ১২:০১ পিএম, ৩০ মে ২০১৭

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় বিনামূল্যে উপকারভোগীদের (আদিবাসীদের) মাঝে ছাগল বিতরণ করেছে চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা (সিপিইউএস) সদর দিনাজপুর।

২২ জন উপকারভোগীদের (আদিবাসীদের) মাঝে বিনামূল্যে এসব ছাগল বিতরণ করা হয়। এ সময় বিনামূল্যের ছাগল পেয়ে খুশিতে কোলে তুলে নেন তারা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সিপিইউএস আয়োজিত ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ছাগল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম রওশন কবীর।

বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. বজলুর রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আজিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান নোবেল, সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরেন্দ্র কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমদাদুল হক মিলন।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।