রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদত্যাগ


প্রকাশিত: ০২:৫১ এএম, ১২ মে ২০১৫

রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মইনুল হোসেন চৌধুরী শান্ত পদত্যাগ করেছেন। সোমবার রাতে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি রাজশাহীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কাছে তিনি সরবরাহ করেন।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা শান্ত দীর্ঘ দেড়যুগ ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সর্বশেষ ২০১০ সালের আগস্ট মাসে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শান্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পদত্যাগের বিষয়ে ছাত্রদল নেতা শান্ত বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে  তিনি ছাত্রদল রাজশাহী মহানগর সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। তাছাড়া সংগঠনকে সময় দিতে না পারাও একটি অন্যতম কারণ। এছাড়া বয়সও হয়েছে। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।