ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান বরখাস্ত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মাতুব্বরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৯ মে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ড. সৈয়দা নওশীন পর্ণনী স্বাক্ষরিত এক চিঠিতে এ বরখাস্ত আদেশ দেয়া হয়।
জানা যায়, ২০১২ সালের একটি মাদক মামলায় অভিযুক্ত আসামি ছিলেন কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মাতুব্বর।
সাময়িক বরখাস্ত হওয়া লিটন মাতুব্বর জানান, আমার পার্শ্ববর্তী ইউনিয়ন আজিমনগর ও কালামৃধাতেই আশ্রয়ন-২ প্রকল্পে ২০১৬-১৭ অর্থ বছরে ৬৭ জন দরিদ্র, অসহায়দের জন্য টাকা বরাদ্দ আসে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় এবং কাজ শুরু করে উপজেলা প্রশাসন। চিঠিতে ৬৭ জনের মধ্যে অধিকাংশই বিত্তশালী। অথচ যারা গরীব তারা কেহই এই বরাদ্দ পায় নাই।
এমন তথ্য দেখে গত ২৯ মে জেলা প্রশাসক বরাবর প্রকল্পের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করি। এটাই হয়তো আমার অপরাধ। পূর্বের করা মিথ্যা মামলার সূত্র ধরে আমাকে বরখাস্ত করা হয়েছে শুনেছি। তবে আমি এখনও কোনো কাগজ হাতে পাইনি।
তরুণ/এমএএস/এমএস