একই রশিতে শিশু সন্তানসহ মায়ের ঝুলন্ত মরদেহ


প্রকাশিত: ০২:৪১ এএম, ০২ জুন ২০১৭

দিনাজপুরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় শিশু সন্তানসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বোচাগঞ্জ উপজেলার রনগাও ইউনিয়নের পার্বতীপুর গসাই গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, পার্বতীপুর গসাই গ্রামের সনাতন রায়ের স্ত্রী জ্যোতিকা রানী (২২) ও তার মেয়ে অষ্টমী রানী (০২)।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে স্বামী-স্ত্রী মধ্যে কোন্দল চলে আসছিল। কোন্দলের কারণে স্বামীর উপর অভিমান করে বৃহস্পতিবার বিকেলে নিজ ঘরে ২ বছরের শিশু কন্যা অষ্টমি রানীকে নিয়ে এক রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ জোতিকা রানী (২২)। এসময় তার স্বামী বাড়িতে ছিল না।

পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে। কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।