আ.লীগকে আবার ক্ষমতায় আনতে হবে : তারানা হালিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:১৬ এএম, ০২ জুন ২০১৭

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুস্থ নারীদের মাঝে ঈদের শাড়ি বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

তারানা হালিম বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই বাংলার অসহায় গরীব দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। সাধারণ মানুষ সুখে থাকে।

এ সময় অন্যান্যের মধ্যে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জামিলুর রহমান মিরন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।