বিরামপুরে বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে ফেরত


প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০২ জুন ২০১৭

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রেবেশের দায়ে আটক বাংলাদেশি যুবক আজিমুদ্দীনকে (৩০) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এরআগে বেলা সাড়ে ১১টায় উপজেলার ঘাসুড়িয় সীমান্ত থেকে আজিমুদ্দীনকে আটক করে বিএসএফ। তিনি উপজেলার কেশবপুর গ্রামের কবেজ উদ্দীনের ছেলে।

বিজিবির ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোকছেদ আলী জানান, সকালে ঘাসুড়িয়া দক্ষিণ দামোদনপুর সীমান্তের মেইন পিলার২৮৯/২১ সাব পিলারের কাছে ভারতীয় সীমান্তের ৫০ গজ ভেতর থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। পরে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে তাকে ফেরত দেয় বিএসএফ।

পতাকা বৈঠকে বিজিবি ২৯ ব্যাটালিয়নের ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মকছেদ আলী ও বিএসএফের পক্ষে ১৯৯ ব্যাটালিয়নের নথ আগ্রা ক্যাম্পের ইনেক্সপেক্টর জিতেন্দ্র চন্দ্র নেতৃত্ব দেন।

বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী বাংলাদেশি যুবককে ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।