ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছেলে আটক


প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৩ জুন ২০১৭

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যানের ছেলেকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাউদপুর গ্রামের সীমান্তের মেইন পিলার ২৮৯/৫২এস এর কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক মো. নাজমুল হোসেন সুমন (২৫) উপজেলার ২নং কাটলা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসের বড় ছেলে।

বিজিবির দাউপুর বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রফিক জানান, শুক্রবার রাতে বিজিবির টহল দল সীমান্তের দক্ষিণ দাউদপুর এলাকায় টহল দেয়ার সময় মো. নাজমুল হোসেন সুমনকে তল্লাশি করে তার কাছে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তার নামে মাদকের মামলা দিয়ে বিরামপুর থানা হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বিরামপুর থানা পুলিশের এএসআই রামচন্দ্র জানান, রাতেই সুমনের নামে মামলা হয়েছে। বিরামপুর থানায় মামলা নং-০৩।

বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী ইয়াবাসহ এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।