নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৪ জুন ২০১৭

নরসিংদীতে রোকসানা বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা হয়েছে। রোববার ভোরে উপজেলার আলীপুর ইউনিয়নের করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বামী অলিউল্লাহ (৪০) ও শাশুড়ি রোকেয়া বেগমকে (৬০) আটক করেছে পুলিশ। নিহত রোকসানা শহরের ইউএমসি এলাকার বাহার উদ্দিনের মেয়ে।

নিহতের পরিবারের লোকজন জানায়, বিয়ের ১৪ বছর পার হলেও শ্বশুর বাড়িতে রোকসানার জায়গা হয়নি। বিয়ের পর থেকেই স্বামী কুয়েত প্রবাসী হওয়ায় সে তার বাবার বাড়িতে থাকত। বিয়ের ৭ বছর পর স্বামী দেশে ফিরলে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে নেয়নি।

এরই মধ্যে তাদের দুই মেয়ে ও এক ছেলে হয়। পরবর্তীতে স্বামী আবার বিদেশ যাওয়ার জন্য নিহতের পরিবারের কাছে টাকা দাবি করে। পরিবারের লোকজন মেয়ের সুখের কথা চিন্তা করে তাকে ২ লাখ টাকা দেয়।

কিন্তু শারীরিকভাবে আনফিট হওয়ার কারণে পরবর্তী সময়ে তার বিদেশ যাওয়া হয়নি। এরই মধ্যে নতুন করে আবার টাকা দাবি করে। গত এক সপ্তাহ আগে বাবার বাড়ি থেকে রোকসানাকে তার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর তার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এমনকি তার ননদ শাশুড়ি তার ওপর নির্যাতন করে।

রোববার ভোরে শ্বশুরবাড়ির লোকজন রোকসানার পরিবারকে খবর দেয় সে অসুস্থ। খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালে এসে মেয়ের মরদেহ দেখতে পায় স্বজনরা।

নিহত গৃহবধূর ভাই জাকির হোসেন বলেন, যৌতুক দিতে না পারায় বিয়ের পর থেকে তারা আমার বোনকে মেনে নেয়নি। তাই আমরা নিজেদের বাড়িতে বোনকে রেখেছি। কিন্তু শ্বশুরবাড়িতে নিয়ে তারা সেই যৌতুকের জন্যই আমার বোনকে গলাটিপে হত্যা করলো।

নরসিংদী সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটিত হবে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে।

সঞ্জিত সাহা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।