পাবনায় অ্যানথ্রাক্সে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:১৮ পিএম, ০৪ জুন ২০১৭

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে আলাউদ্দিন হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও ৯ জন।

গত শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আলাউদ্দিনের।  
 
মৃত আলাউদ্দিন ফরিদপুর উপজেলার আগজন্তিহার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

অসুস্থ হয়ে হাসপাতালের ভর্তি রয়েছেন, নজরুল ইসলাম (৪৫), বিপ্লব (২০), শাহজাহান (৩৫), বকুল (৩৮), ওমর ফারুক (৩৫), সাঈম হোসেন (১১), মন্টু মণ্ডল (৫০), রবি খা (৪৫), জুলমত আলী (৫৫) ও জ্যোৎস্না খাতুন (৪৫)। তারা সবাই ভাঙ্গুড়া চৌবাড়িয়া ও পাশের ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানায়, কিশোর আলাউদ্দিন ও অসুস্থরা  গত শুক্রবার জন্তিহার গ্রামে হাজি আবদুল কাদেরের একটি অসুস্থ গরু জবাই ও মাংস কাটার কাজ করেন। পরে ইফতারে ওই গরুর মাংস খায় তারা। এতে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদত হোসেন জানান, অসুস্থরা সবাই অ্যানথ্রাক্সে আক্রান্ত।
 
এদিকে, শনিবার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের দেখতে আসেন পাবনার সিভিল সার্জন তাহাজ্জেল হোসেন।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে রোববার বিকেলে জরুরি সভা করে গণসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নিতে প্রাণিসম্পদ দফতরকে নির্দেশ দিয়েছেন।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।