তাড়াশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১০:১২ এএম, ০৫ জুন ২০১৭
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে তুর্য্য (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাড়াশ সদর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তুর্য্য উপজেলা দক্ষিণপাড়ার মো. শিহাব আলীর ছেলে।

তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু তুর্য্য পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে খুঁজতে থাকে তার মা ও স্বজনরা। এ সময় স্থানীয়রা পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।