নদীতে গোসল করতে গিয়ে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৫ জুন ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে গোসল করতে গিয়ে সুমাইয়া আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। সে উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দরমারা গ্রামের শরবেশ খানের মেয়ে এবং উপজেলা সদরের মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্রী।

এলাকাবাসী জানায়, সোমবার বিকেল ৫টার দিকে সুমাইয়া তার বড় বোন নারগিস আক্তারের সঙ্গে বাড়ির পাশে বংশাই নদীতে গোসল করতে যায়।

নদীতে নামার পর সে পানিতে ডুব দিলে নিখোঁজ হয়। এ সময় নারগিস আক্তারের চিৎকারে নদীর কিনারায় থাকা ও আশেপাশের লোকজন ছুটে আসে এবং নদীতে নেমে খোঁজতে থাকে।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছেন। এছাড়া ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান বলেন, সুমাইয়া অত্যন্ত মেধাবী এবং ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন ও মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ তদারকি করছেন বলে জানা গেছে।

এস এম এরশাদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।