শিবপুরে কৃষককে গলা কেটে হত্যা


প্রকাশিত: ১১:১২ এএম, ০৬ জুন ২০১৭

নরসিংদীর শিবপুরে বজলুর খান (৬৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে শিবপুর উপজেলার উত্তর সাধারচর ঈদগা রাস্তার পাশে তাকে গলা কেটে আহত করে শরীফ ভূইয়া নামে এক সন্ত্রাসী।

শরীফকে স্থানীয় লোকজন দেখে ফেলায় রক্তাক্ত অবস্থায় আহত বজলুরকে ফেলে চলে যায়। ঘটনার স্থলে তার মৃত্যু হয়। নিহত বজলুর খান উত্তর সাধারচর এলাকার মৃত রূপচাঁন খানের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, গত সপ্তাহে শরীফ বজলুর খানের কলাখেত থেকে কলার ছড়ি কেটে নেয়ার কারণে তার মামা হান্নান মাস্টারের কাছে অভিযোগ দেয়।

সকালে তিনি সাহরির পর ঈদগা রাস্তার পাশে তার কলাবাগান থেকে কলার ছড়ি নিয়ে যাওয়ার সময় শরীফ তার বাড়ির কাছে বজলুরকে পেয়ে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় এলাকার কয়েকজন তাকে দেখে ফেলে।

শিবপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। শিবপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক রিজাউল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের ভাতিজা জাকারিয়া বলেন, সাবেক এমপি জহিরুল ইসলাম মোহনের আত্মীয় বলে তার এত ক্ষমতা। সে এলাকায় প্রায় এ ধরনের অপরাধ করছে। কেউ যদি প্রতিবাদ করে তাকে কুপিয়ে আহত করে। আমার চাচার হত্যাকাণ্ডের জন্য গিয়াস উদ্দিনের ছেলে খুনী শরীফের উপযুক্ত বিচার চাই।

সঞ্জিত সাহা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।