ভাতার কার্ড পেলেন আত্মহত্যার ঘোষণা দেয়া মফিজ


প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৬ জুন ২০১৭

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের ৮৯ বছর বয়সী মফিজ উদ্দিন। এর আগে কার্ড না পেলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে মফিজ উদ্দিনের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম শেহেলী লায়লা।

‘এবার বয়স্ক ভাতা না পেলে আত্মহত্যা করব’ শিরোনামে খবর প্রকাশের পর চাটমোহর উপজেলা নির্বার্হী কর্মকর্তার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যে বয়স্ক ভাতার কার্ড হাতে পেলেন মফিজ উদ্দিন।

ইউএনও বেগম শেহেলী লায়লা বলেন, খবরটি আমার দৃষ্টি গোচরে আসার পর সমাজ সেবা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে আধাঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম বৃদ্ধ মানুষটির হাতে কার্ড তুলে দেয়ার জন্য। অসহায় পরিবারটিকে সহযোগিতা করতে পেরে ভালো লাগছে।

এ সময় মফিজ উদ্দিন বলেন, শেষ বয়সে ভাতার কার্ড পেলাম। এখন আমি মরেও শান্তি পাব। কার্ড প্রদানকালে পাবনা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মোমিন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রেজাউল করিমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের ৮৯ বছর বয়সী মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ও মেম্বরের কাছে গিয়ে ধরণা দিয়েও একটি বয়স্ক ভাতার কার্ড পাননি। তারা দিয়েছেন শুধু আশ্বাস। ক্ষোভে দুঃখে আত্মহত্যার হুমকি দেন এই বৃদ্ধ।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।