ডাকাত সন্দেহে পুলিশ কর্মকর্তাসহ ৪ জনকে গণপিটুনি
পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারে ডাকাত সন্দেহে গজারিয়া থানা পুলিশের এসআই ও এক পুলিশ সদস্যসহ চারজনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। বুধবার ভোর রাতে তাদের গণধোলাই দিয়ে আটক করে রাখার খবর পেয়ে বেড়া থানা পুলিশ তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বেড়া হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে একটি ট্রলার যোগে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা পুলিশের এসআই লাল মিয়া ও কনস্টেবল চুন্নু মিয়া ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করে শাহজাদপুর থেকে নিজ থানায় রওনা হন। রাত আড়াইটার দিকে তারা বেড়া উপজেলার নাকালিয়া এলাকায় যান। সেহরির সময় হওয়ায় তারা ট্রলার ঘাটে ট্রলার রেখে বাজারের মধ্যে যান।
এ সময় ওই বাজারের নাইটগার্ড আব্দুল লতিফ তাদেরকে দেখে ডাকাত সন্দেহ করলে তাদের মধ্য বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লতিফ মাইক দিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে চারদিক থেকে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এসআই লাল মিয়া ও কনস্টেবল চুন্নু মিয়াসহ তাদের সাথে থাকা খোরশেদ (৩৫) ও ট্রলারের মাঝি নরেশকে গণধোলাই দিয়ে আটকে রাখে। এ সুযোগে অপর আসামি আব্দুল হক ও মাঝি দুলাল নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে বেড়া থানা পুলিশ আহতদের উদ্ধার করে রাতেই বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, গত এক বছরের ব্যবধানে নাকালিয়া বাজারের স্বর্ণের দোকানে বেশ কয়েকটি গণডাকাতি সংগঠিত হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। সেই আতঙ্ক থেকেই এ ঘটনা ঘটেছে।
বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।
একে জামান/আরএআর/জেআইএম