নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দলের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে তা নিজেরা মিলে নিরসন করতে হবে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সবাইকে মিলেমিশে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দলের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ধৈর্য্যশীল হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলীয় দিক নির্দেশনা অনুযায়ী সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
শামসুর রহমান শরীফ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে প্রশ্রয় দেয় না। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, মকবুল হোসেন এমপি, খন্দকার আজিজুর রহমান আরজু এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, চন্দন কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ, সহিদুল্ল্যাহ, বশির আহমেদ বকুল, খ.ম. হাসান কবীর আরিফ, শরীফুল হোসেনসহ (হাজী শরীফ) অন্যান্য সদস্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম