টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ১


প্রকাশিত: ০৭:২৬ এএম, ১৬ মে ২০১৫

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে আরিফ হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো ২ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার লাউহাটি উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আরিফের বাড়ি উপজেলার উত্তর পাড়া গ্রামে।

আহতরা হচ্ছেন, একই গ্রামের আলী হোসেন (৫৫) ও রাব্বি (১৬)। স্থানীয়রা জানান, বিকেলে নিজস্ব জমিতে আরিফসহ আহতরা ধান কাটতে যান। এসময় গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। আহত হন আলী হোসেন ও রাব্বি। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের ঢাকা নেয়া হয়।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।