ঈশ্বরদীতে নতুন বিদ্যুৎ সংযোগ


প্রকাশিত: ০২:৩২ এএম, ১৭ জুন ২০১৭

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। বিদ্যুতের সঠিক ও পরিমিত ব্যবহার আমাদের দেশকে উন্নত করবে।

ঈশ্বরদী উপজেলার আওতাপাড়ায় নূরজাহান বালিকা বিদ্যা নিকেতন অ্যান্ড মহিলা কলেজ প্রাঙ্গণে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈশ্বরদীতে স্থাপিত শিল্প কলকারখানা, ইপিজেড, পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রতিটি স্থানে বিদ্যুতের চাহিদা ব্যাপক। ২০১৯ সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। মন্ত্রী ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ঈশ্বরদী ও আটঘরিয়ায় প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।

পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নের ৪ হাজার ২৮২ জন গ্রাহকের জন্য ১৬ কোটি টাকা ব্যয়ে ১০০ কি.মি. বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করেন।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সম্পাদক মাহতাব হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা পল্লী বিদ্যুতের জি.এম. শাহ্ জুলফিকার হায়দার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, লক্ষ্মীকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বিশ্বাস, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সাহাপুর ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ, সলিমপুর ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা, পাকশি ইউপি চেয়ারম্যান এনাম বিশ্বাস, মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা, সাঁড়া ইউপি চেয়ারম্যান রানা সরদার, আতিয়ার রহমান ভোলা, সাদেক আলী বিশ্বাস, মুরাদ আলী ও আকাল বিশ্বাস উপস্থিত ছিলেন।

আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।