আখখেতে মিলল নারীর বিবস্ত্র মরদেহ


প্রকাশিত: ০২:০২ পিএম, ১৯ জুন ২০১৭

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে মুলাডুলির ইক্ষু খামারের ৩১ নং ব্লকের মাঝামাঝি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, ইক্ষু খামারে ঘাস কাটতে যাওয়া কয়েকজন দিনমজুর ওই নারীর বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, তাদের ধারণা কয়েকদিন আগে ওই নারীকে ধর্ষণ করার পর হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহের পরিচয় মেলেনি।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।