দিনাজপুর সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ
দিনাজপুর সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য গুলিবর্ষণ করেছে বিজিবি। সোমবার ভোররাতে সদর উপজেলার দানিহারী সীমান্তের ৩০৯/৭ আর পিলার এলাকায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
টহল কমান্ডার সিদ্দিক হোসেন জানান, সোমবার রাত ৩টার দিকে দিনাজপুর ৩০৯/৭আর পিলারের দানিহারী সীমান্তে একদল চোরকারবারী মাদক নিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিজিবি টহল দল তাদের ধাওয়া দিলে তারা মাদক ফেলে পালিয়ে যায়। পরে ২৫/৩০ জন চোরাকারবারী বিজিবির উপর হামলা চালানোর জন্য এগিয়ে আসলে বিজিবি আত্মরক্ষার্থে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
২৯ বিজিবি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি