সিলেটে স্বামী হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন মাশকুরা


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৯ মে ২০১৫

সিলেট নগরের চারাদিঘীরপাড় এলাকার সওদাগরটুলায় তাবলীগ জামায়াতের আমির ইব্রাহিম আবু খলিলকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর প্রথম স্ত্রী ফাতেহা মাশকুরা। মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর বিচারিক প্রথম আদালতের হাকিম মো. সাহেদুল করিম ফাতেহার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

সিলেট কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ফাতেহা মাশকুরা নিজে একাই ইব্রাহিম আবু খলিলকে খুন করেছেন বলে আদালতে স্বীকার করেছেন। পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলেও আদালতে জানিয়েছেন ফাতেহা।

আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ফাতেহা মাশকুরা আরো জানান, তার স্বামী ইব্রাহিম একাধিক বিয়ে করেছেন। তার এক স্ত্রী দিনাজপুরে এবং আরেকজন গ্রামের বাড়ি সুজানগরে থাকেন। মূলত এসব নিয়ে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। এছাড়া ইব্রাহিম মাসের পর মাস তাবলীকে গিয়ে দিন কাটিয়ে দিতেন। তাকে কোনো সময় দিতেন না। আবার বাসায় আসলেও তিনি আলাদা কক্ষে ঘুমাতো। আর এ কারণে ফাতেহা ক্ষুব্ধ ছিলেন তার ওপর।

ইব্রাহিম আবু খলিলের স্ত্রী ফাতেহা মাশকুরা জানান, রোববার রাতে গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় ইব্রাহিম খলিলকে প্রথমে একটি ভারি লোহার স্লিপার দিয়ে মাথায় আঘাত করেন। এরপর তাকে ধারালো বটি দিয়ে জবাই করেন। সর্বশেষ পেটে তিনটি কোপ দিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করেন তিনি। পরে তাকে যাতে কেউ সন্দেহ না করে এ জন্য ফাতেহা ইব্রাহিমের শয়ন কক্ষর প্রধান দরজা খুলে রেখে গিয়ে তিনি তার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। এই হত্যাকাণ্ডটি তিনি একাই করেছেন দাবি করে বলেন, এ ঘটনার সঙ্গে কেউই জড়িত ছিল না।

প্রসঙ্গত, সোমবার সকালে নগরীর সওদাগরটুলার নিজ বাসার শয়নকক্ষ থেকে ইব্রাহিম খলিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা কাটা এবং পেটে ছুরির আঘাত ছিল। সোমবার খুন হওয়ার আগের দিন রোববার তিনি ভারত থেকে তাবলীগ শেষ করে দেশে ফিরেন।

ছামির মাহমুদ/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।