রামগঞ্জে ডাকাতের গুলিতে আহত ১০
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের তালিকাভুক্ত ডাকাত শাহ আলমের এলোপাথাড়ি গুলিতে ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার লামচর ইউনিয়নের লামচর বাজারে এ ঘটনা ঘটে।
লামচর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল কুদ্দুছ জানান, ঘটনার সময় শাহ আলম মুখোশপড়া কয়েক ডাকাতকেব নিয়ে লামচর বাজারে আসে। এসময় কিছু বুঝে ওঠার আগেই তারা লোকজনকে লক্ষ্য করে এলোপাড়াড়িভাবে গুলি ছুঁড়তে থাকে। এতে অন্তত ১০জন আহত হয়। এর মধ্যে রুবেলসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। তাদেরকে চিকিৎসার জন্য রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, শাহ আলম পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে রামগঞ্জসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা রয়েছে। ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে ৫-৬ জন আহত হয়েছেন। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে।
কাজল কায়েস/এসএস/এমএস