বীরগঞ্জে আদিবাসী বৃদ্ধা খুন
দিনাজপুরে বীরগঞ্জে ভূষণি ঋষি (৫০) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ভূষণি ঋষি উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি মুশহর পাড়া গ্রামের কেশরি ঋষির স্ত্রী।
বীরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি মুশহর পাড়া গ্রামের কেশরি ঋষির স্ত্রী ভূষণি ঋষির সঙ্গে শুক্রবার বিকেলে প্রতিবেশী বাদল ঋষির স্ত্রী রশ্নি ঋষির (৩৫) ঝগড়া হয়। শনিবার সকালে এলাকাবাসী বাড়ির পার্শ্বে ভুট্টা খেতে ভূষণি ঋষির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, নিহতের ডান কানে আঘাতের রক্ত ছিল এবং মুখ মাটিতে চাপানো ছিল। মাটিতে মুখ চেপে রেখে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকবাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কেশরী ঋষি এবং তার দ্বিতীয় স্ত্রী সকিনা ঋষি, রশ্নি ঋষির জামাই দুলাল ঋষি (২৬) এবং ভাবকী গ্রামের মৃত বিস্তার উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলামকে (৫০) আটক করা হয়েছে।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম