ভৈরব দ্বিতীয় রেল সেতুর উদ্বোধন আগস্টে


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০১ জুলাই ২০১৭
ফাইল ছবি

ভৈরব দ্বিতীয় রেলওয়ে সেতু আগামী আগস্ট মাসে উদ্বোধন হচ্ছে। সেতুটির নির্মাণ কাজ প্রায় ৯৮% শেষ হয়ে গেছে। বর্তমানে ফিনিসিং ও সিগনালিংয়ের কাজ বাকী রয়েছে। চলতি মাসের মধ্য এ কাজ শেষ হয়ে যাবে।

শনিবার দুপুরে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন সেতুটি পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও জানান, সেতুটি চালু হলে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী রেলপথে চলাচলে সময় অনেকটা কমে যাবে এবং যাত্রীসেবা আগের চেয়ে বৃদ্ধি পাবে।

এ সময় তার সঙ্গে রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, রেলওয়ের জেনারেল ম্যানেজার ও প্রজেক্ট ডাইরেক্টর মো. আব্দুল হাই, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক গাউস আল নূরী ও রেলওয়ের ঊর্ধতন কর্মকর্তা এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভৈরব রেলওয়ে দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের মধ্য নদীতে ১২টি পিলার, ৯টি গার্ডার বসানোসহ যাবতীয় কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যই সেতুতে রেললাইন বসানোর পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে। সেতু প্রকল্পের প্রকৌশলীরা সেতুর লাইনে ট্রেন চালিয়েছে।

শনিবার রেলওয়ে সচিব, প্রজেক্ট ডাইরেক্টর ও প্রকৌশলীরা ট্রলিতে বসে ভৈরব পাড় থেকে আশুগঞ্জ পাড়ে যাতায়াত করেছেন। তারা সেতুর যাবতীয় কাজ পর্যবেক্ষণ করেন। চলতি মাসে যাবতীয় কাজ সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলেই আগামী আগস্ট মাসে দিনক্ষণ ঠিক করে এ সেতুটি উদ্বোধন করা হবে।

প্রজেক্ট ডাইরেক্টর মো. আব্দুল হাই জানান, বর্তমানে সেতুর ফিনিসিং কাজ চলছে এবং সিগনালিং কাজ শিগগিরই শুরু হবে। এ মাসের শেষ দিকে সেতুর সব কাজ শেষ হয়ে যাবে।

৫৬৭ কোটি টাকা ব্যায়ে ভৈরব মেঘনা নদীর ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। ২০১৩ সালের ডিসেম্বর মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। তিন বছর মেয়াদী প্রকল্পের সেতুর কাজ গত বছর ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্ত নির্ধারিত সময়ে ঠিকাদার কাজ শেষ করতে না পারায় রেলওয়ে কর্তৃপক্ষ দুই দফায় এক বছর সময় বৃদ্ধি করে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকোন ও এফকোন কোম্পানি এই সেতুর নির্মাণ কাজ করছে। সেতুটির দৈর্ঘ্য হবে ৯৮৪ মিটার এবং প্রস্থ ৭ মিটার। সেতুটিতে ডুয়েল গেজ লাইন থাকবে। সেতুটি চালু হলে ক্রসিংয়ের জন্য ট্রেনগুলির সময় অপচয় হবে না।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।