গৃহবধূকে উত্যক্ত করায় থানায় অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামে মরিয়ম বেগম নামে এক গৃহবধূকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে একই এলাকার আহসান উল্যার বিরুদ্ধে। আহসান দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে হয়রানি করছেন। এতে স্বাভাবিকভাবে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ওই পরিবারটির। স্থানীয় ইউপি সদস্যসহ (ইউপি) গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে কোনো ফল পাওয়া যায়নি। এ নিয়ে গত সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন মরিয়ম। মঙ্গলবার তদন্তে গিয়ে পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
পুলিশ জানায়, উপজেলার চররুহিতা গ্রামের মরিয়ম বেগমের দিনমজুর স্বামী আবদুল হালিম ঢাকায় থাকেন। নাতি আলিফ হোসেনকে (৩) নিয়ে তিনি বাড়িতে মরিয়ম বসবাস করেন। বাড়িতে একা থাকার সুযোগে বিভিন্ন সময় একই এলাকার আহসান উল্যাহ (৫০) তাকে নানাভাবে খারাপ প্রস্তাব দেন। সর্বশেষ গত ২৮ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন। এসময় আহসান তার ঘরে ঢোকেন। মরিয়ম ঘরে ঢুকলেই তিনি তাকে জোরপূর্বক যৌন হয়রানি করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আহসান পালিয়ে যান।
ওই গৃহবধূ বলেন, আহসানের অত্যাচারে রাস্তায় বের হওয়া যায় না। নিজের দুই মেয়েকে বিয়ে দেয়ার পর ঘরে আতঙ্ক নিয়ে অনেকটা জিম্মি হয়ে থাকতে হচ্ছে তাকে । এ ব্যাপারে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
গৃহবধূর দিনমজুর স্বামী আবদুল হালিম জানান, একা থাকার সুযোগে তার স্ত্রীকে আহসান উত্যক্ত করে আসছেন। তিনি প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে চান না। বর্তমানে হয়রানির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এব্যাপারে আহসান উল্যার বক্তব্য জানা যায়নি।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রব জগো নিউজকে বলেন, এলাকায় গিয়ে প্রাথমিক তদন্তে গৃহবধূর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এমজেড/আরআইপি