যমুনার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা


প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৭ জুলাই ২০১৭

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা কবলিত মানুষ বাড়ি-ঘর ছেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিচ্ছেন।

Jamuna

জানা যায়, সিরাজগঞ্জ জেলার সকল নদ-নদী গুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। ঘর-বাড়ি পানিতে ডুবে যাওয়ায় পানিবন্দি মানুষগুলো গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন।

কাজিপুর উপজেলা থেকে ভাটির চৌহালী উপজেলা পর্যন্ত চরাঞ্চলে ২৭টি ইউনিয়নে পানি প্রবেশ করেছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীর তীরবর্তী অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। বাঁধ ভাঙা অাতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

Jamuna

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম জাগো নিউজকে বলেন, যমুনা নদী থেকে সিরাজগঞ্জ রক্ষায় ৮৭ কিলোমিটার বাঁধের কিছু এলাকা ঝুঁকিপূর্ণ থাকলেও পানি উন্নয়ন বোর্ড সতর্ক রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বালির বস্তা নিক্ষেপ করে ভাঙনরোধে চেষ্টা চালানো হচ্ছে।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।