রামগঞ্জে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২২ মে ২০১৫

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফারুক হোসেন (১৯) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদর হাসপাতাল মর্গে তার মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এর আগে সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত ফারুক দক্ষিণ চন্ডিপুর গ্রামের চৌধুরী গাজী বাড়ির মৃত বজল হকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ফারুক ঘর থেকে বের হয় যায়। এরপর তিনি আর ঘরে ফিরেনি। শুক্রবার সকালে বাড়ির পাশে একটি আম গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।