দৌলতদিয়ায় পারের অপেক্ষায় কয়েকশ যানবাহন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১৪ জুলাই ২০১৭

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

RAJBARI1

এদিকে, দৌলতদিয়া প্রান্তে ২ নম্বর ফেরিঘাটটি পন্টুন ও র্যা মের সমস্যার কারণে এখনও সচল করা যায়নি। অপর তিনটি ঘাট দিয়ে চলছে যানবাহন পারাপার। তবে নদীতে প্রবল স্রোত থাকায় যানবাহন পারাপারে আগের তুলনায় ফেরিগুলোর দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে।

ঘাট সূত্র জানায়, পারাপারে বেশি সময় লাগায় ঘাটে আটকা পড়েছে বিভিন্ন যানবাহন। এরমধ্যে পারের অপেক্ষায় অন্তত ৮০ থেকে ৯০টি বাস ও ২ শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে।

RAJBARI2

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, প্রবল স্রোতের কারণে নদী পার হতে ফেরিগুলোর সময় লাগছে দ্বিগুণ। গত মঙ্গলবার থেকে ২ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, পানিবৃদ্ধির কারণে ৩ নম্বর ঘাট দিয়ে যানবাহন ওঠানামায় একটু সমস্যা হলেও ঘাটটি সচল রয়েছে। যানবাহন পারাপারে এই রুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। 

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।