বিরলে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৬৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৪ জুলাই ২০১৭

দিনাজপুরের বিরল উপজেলায় জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান পুলিশের ‘ব্লক রেইড’ পরিচালনা করেছে বিরল থানা পুলিশ। এ সময় অন্তত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। গ্রেফতারদের মধ্যে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৩ জন এবং মাদক ব্যবসায়ী ৪২ জন রয়েছেন।

বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহামুদুল হাসানের যৌথ পরিচালনায় শনিবার রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়।

মাদক প্রতিরোধ অভিযান চালিয়ে পুলিশ পাঁচজন নারীসহ ৪২ জন মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ২৩ জনসহ মোট ৬৫ জনকে গ্রেফতার করে পুলিশ। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/এমএএস/পিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।