‘জনগণকে বাদ দিয়ে নির্বাচনের ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ-উল্লাপাড়া
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৪ জুলাই ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণকে বাদ দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র করলে জনগণই সেটা প্রতিহত করবে। ৫ জানুয়ারির নির্বাচন এই দেশে আর হতে দেয়া হবে না। নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলে আজকে ৫ বছর ধরে অন্যায় ও দুঃশাসন চলছে।

শুক্রবার বিকেলে উল্লাপাড়ার কৃতি সন্তান প্রথম তত্ত্বাবধায়ক সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. এম এ মাজেদের কুলখানি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন আরও বলেন, নির্বাচনী ওয়াদা ছিল ১০ টাকা কেজির চাল কিন্ত তার বদলে এখন মোটা চাল ৫২ টাকা কেজি। ঘরে ঘরে চাকরি দেয়ার নামে শুধু আওয়ামী লীগ কর্মীদের দেয়া হচ্ছে আর সেই সঙ্গে চলছে ঘুষ বাণিজ্য। সরকারি দলের লোক না হলে কোনো চাকরি নেই, কোন সুযোগ-সুবিধা নেই। আছে শুধু মামলা, গুম, ইনকাউন্টার, কথায় কথায় গ্রেফতারি পরোয়ানা। 

তিনি বলেন, এ অবস্থা বেশি দিন চলতে দেয়া হবে না। সহায়ক সরকারের নির্বাচন সম্পর্কে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নেবেন।

এ সময় উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওয়াহাব, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানু, ডা. আব্দুল লতিফ, ডা. দেলোয়ার হোসেন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি বড়হর ইউনিয়নের অলিপুর দরবেশবাড়ী পারিবারিক কবরস্থানে ডা. এম এ মাজেদের কবর জিয়ারত করেন।

প্রসঙ্গত, গত শনিবার (০৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ৮৬ বছর বয়সে ডা. এম এ মাজেদ ঢাকার ল্যাব এইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান। ওইদিন রাতেই উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের অলিপুর দরবেশবাড়ীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি পরপর তিনবার বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশন (বিএমএ) এর সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশের সেরা পাঁচজন নাক-কান গলা বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে তিনি অন্যতম।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।